অভিযানে নেমে দু’জন শিশু শ্রমিককে উদ্ধার করল পুলিশ- প্রশাসন। শনিবার মেদিনীপুর শহরে অভিযানে নামে জেলা শিশু সুরক্ষা ইউনিট। সঙ্গে ছিল পুলিশ। দু’জনকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। শিশুরা যাতে অধিকার থেকে বঞ্চিত না হয়, কোনও শিশু যাতে শিশুশ্রমে যুক্ত না হয়ে পড়ে, সে দিকে নজর রাখার জন্যও পথচলতি মানুষের কাছে আবেদন জানায় ওই ইউনিট।