স্মারকলিপি

সুসংহত শিশু বিকাশ প্রকল্পের বেসরকারিকরণ না করা সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার কালেক্টরেটের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার্স ইউনিয়ন। পরে স্মারকলিপিও দেওয়া হয়। ইউনিয়নের দাবি, পূর্বের কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটিকে আইসিডিএস মিশন ঘোষণার মধ্য দিয়ে বেসরকারিকরণের সূচনা করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩১
Share:

সুসংহত শিশু বিকাশ প্রকল্পের বেসরকারিকরণ না করা সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার কালেক্টরেটের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার্স ইউনিয়ন। পরে স্মারকলিপিও দেওয়া হয়। ইউনিয়নের দাবি, পূর্বের কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটিকে আইসিডিএস মিশন ঘোষণার মধ্য দিয়ে বেসরকারিকরণের সূচনা করেছিল। বর্তমান সরকার আরও একধাপ এগিয়ে ৫১ শতাংশ বাজেট ছাঁটাইয়ের মধ্য দিয়ে সেই পথকে প্রশস্থ করল। ৬৫ বছর বয়সের পরে অবসরপ্রাপ্ত কর্মী- সহায়িকাদের অবসরকালীন ভাতা দেওয়ারও দাবি জানিয়েছে ইউনিয়ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement