সড়ক পার হওয়ার সময় ট্যাক্সির ধাক্কায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক পড়ুয়া শিশু আহত হয়েছে। মঙ্গলবার সকালে চণ্ডীপুর থানার গোবর্ধনপুর গ্রামে দিঘা-কলকাতা সড়কের এই ঘটনার জেরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে চণ্ডীপুরের গোবর্ধনপুর গ্রামের অঙ্গনওআড়ি কেন্দ্রে পড়তে গিয়েছিল বছর পাঁচেকের ওই শিশুটি। ছুটির পর শিশুটি মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় দিঘা-কলকাতা সড়ক পার হওয়ার সময় কলকাতাগামী একটি ট্যাক্সি তাকে ধাক্কা মেরে চলে যায়। স্থানীয় বাসিন্দারা ওই শিশুকে উদ্ধার করে চণ্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, জখম ওই শিশু আপাতত সুস্থ। ঘটনার জেরে এলাকার বাসিন্দারা ট্যাক্সি চালককে ধরার দাবিতে সড়ক অবরোধ করে। চণ্ডীপুর থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে।