Babul Supriyo

হাসপাতালে বাবুল সুপ্রিয়, বুকে ব্যথা হওয়ায় তড়িঘড়ি ভর্তি করানো হল মন্ত্রীকে

বাবুলের অ্যাঞ্জিওগ্রাফির পরে দেখা গিয়েছে তাঁর হৃদ্‌যন্ত্রের ধমনীর সামান্য সমস্যা রয়েছে। ইকোকার্ডিওগ্রাফিতে কিছু ধরা না পড়লেও ইসিজির রিপোর্টে সামান্য অসঙ্গতি লক্ষ করা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১১
Share:

রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র ।

বুকে ব্যথা হওয়ায় সোমবার সকালে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার বিকেলে তাঁর বুকে ব্যথা অনুভূত হয়। পাশাপাশি, প্রচণ্ড ঘামও হয় রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর। এর পরেই সোমবার সকালে তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর করোনারি অ্যাঞ্জিওগ্রাফির পরে তাঁর হৃদ্‌যন্ত্রে রক্তসঞ্চালক ধমনীতে সামান্য সমস্যা রয়েছে বলে রিপোর্ট এসেছে। বাবুলের ইকোকার্ডিওগ্রামে কিছু ধরা না পড়লেও তাঁর ইসিজির রিপোর্টে সামান্য অসঙ্গতি রয়েছে। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রয়োজনও পড়েনি। ওষুধেই চিকিৎসা সম্ভব বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথাও রয়েছে। মন্ত্রী আপাতত হাসপাতালের ২১৩ কেবিনে ভর্তি রয়েছেন।

চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে বাবুলের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই চিকিৎসকেরা জানিয়েছেন, বুকে ব্যথা এবং ঘাম হওয়ায় হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত সঠিক ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement