ভাঙন ঠেকাতে উদাসীন কেন্দ্র, নালিশ রাজীবের

বারবার চিঠি দেওয়া সত্ত্বেও এ রাজ্যের নদী ভাঙন রোধে কেন্দ্র কোনও সাহায্য করছে না বলে বিধানসভায় অভিযোগ করলেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০২:৪৯
Share:

বারবার চিঠি দেওয়া সত্ত্বেও এ রাজ্যের নদী ভাঙন রোধে কেন্দ্র কোনও সাহায্য করছে না বলে বিধানসভায় অভিযোগ করলেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ভাঙন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বিধানসভায় সেচ মন্ত্রী বলেন, ‘‘মালদহে নদীর ভাঙন রুখতে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে চিঠি লিখেই চলেছি। কেন্দ্রীয় মন্ত্রীকেও গত বছর এলাকা ঘুরিয়ে দেখিয়েছি। কিন্তু চিঠি লিখতে লিখতে কলমের কালি শুকিয়ে যাচ্ছে। কাজের কাজ হচ্ছে না!’’ কেন্দ্রের এ হেন উদাসীনতা নিয়ে সমালোচনা করার সময়ে সভায় উপস্থিত বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকারকে রাজীব অনুরোধ করেন, ‘‘আপনি তো মালদহেরই বিধায়ক। কেন্দ্রে তো আপনাদেরই সরকার। আমি বলে তো কিছু হচ্ছে না। আপনারা একটু বলুন।’’

একই ভাবে হুগলি নদীতে ড্রেজিংয়ের কাজ বন্ধ থাকার জন্যও কেন্দ্রকেই দায়ী করেছেন সেচ মন্ত্রী। ড্রেজিংয়ের প্রসঙ্গে উলুবেড়িয়া দক্ষিণের তৃণমূল বিধায়ক পুলক রায়ের প্রশ্নের জবাবে রাজীব বলেন, ‘‘ড্রেজিং-এর কাজটা করার কথা কলকাতা পোর্ট ট্রাস্টের। কিন্তু বারবার পোর্ট ট্রাস্টকে চিঠি দেওয়া সত্ত্বেও ওরা কিছুতেই ড্রেজিংয়ের কাজ করছে না। কেন্দ্রীয় সরকার নির্বিকার।’’ হুগলি নদীতে ডুবে যাওয়া ছোট ছোট বার্জের ধ্বং‌সাবশেষ এখনও পোর্ট ট্রাস্ট সরায়নি বলেও তাঁর অভিযোগ। সেচ মন্ত্রী জানান,‘‘এই কারণেই মাঝদরিয়ায় বড় জাহাজের পথে বাধা তৈরি হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন