সিনেমায় গান গাইছেন শোভনদেব

পরিচালক রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকারের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘আবার বসন্ত বিলাপ’। সেই ছবিতেই গান গাইবেন মন্ত্রী। শোভনদেববাবু বলেন, ‘‘ঈপ্সিতা আর রাজেশের অনুরোধ ফেলতে পারলাম না। তাই রাজি হয়ে গেলাম।’’

Advertisement

মৌ ঘোষ

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ০৪:০৪
Share:

শোভনদেব চট্টোপাধ্যায়।

কখনও তিনি বক্তৃতার শেষে ভাঙা গলায় গুনগুন করেন। কখনও গাড়িতে। এ বার কিন্তু সিনেমার পর্দায় শোনা যাবে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায় গান। পরিচালক রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকারের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘আবার বসন্ত বিলাপ’। সেই ছবিতেই গান গাইবেন মন্ত্রী। শোভনদেববাবু বলেন, ‘‘ঈপ্সিতা আর রাজেশের অনুরোধ ফেলতে পারলাম না। তাই রাজি হয়ে গেলাম।’’

Advertisement

অতীতে সাংস্কৃতিক জগৎ থেকে রাজনীতিতে এসেছেন— এমন নাম বহু। বাম আমলে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, অনুপ কুমার ও অনিল চট্টোপাধ্যায়কে বাম প্রার্থী হিসেবে বিধানসভায় দাঁড় করানো হয়। আবার ১৯৮৯ সালে লোকসভা ভোটে বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। পরে ভোটে দাঁড়াতে দেখা গিয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়, ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার, মনোহর আইচকে। এখন তো এক ঝাঁক তারকা রাজনীতিতে যুক্ত। গানের দুনিয়া থেকেও রাজনীতিতে এসে সিপিএমের এমএলএ হন অজিত পাণ্ডে। তৃণমূলের আমলে গানের জগৎ থেকে এসেছিলেন কবীর সুমন, অনুপ ঘোষাল। এখন ইন্দ্রনীল সেন গানও গাইছেন, মন্ত্রিত্বও সামলাচ্ছেন। বিজেপিতে বাবুল সুপ্রিয়ও গানের জগৎ থেকেই এসেছেন।

কিন্তু উল্টোটা? রাজনীতি থেকে সংস্কৃতি? প্রাক্তন দমকলমন্ত্রী সিপিএমের প্রতিম চট্টোপাধ্যায় সিনেমায় অভিনয় করেছেন। একটি সিরিয়ালে মুনমুন সেনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে। শোভনদেব জানালেন, ভজন গাইতে বেশ ভাল লাগে তাঁর। দোলের দিন পাড়ায় পাড়ায় ঘোরেন দলবল নিয়ে। তখনও গাইতে গাইতে যান। দলের বিভিন্ন অনুষ্ঠানেও গান গাইতেন। শোভনদেববাবুর কথায়, ‘‘পঞ্জাবি, ওড়িয়া, বাংলা— সব রকম ভাষার গান গাইতাম। মমতা (মুখ্যমন্ত্রী) আমাকে বলতেন, শোভনদা আপনি তৈরি তো! এই গানটা গান।’’

Advertisement

শোভনদেববাবুর বাবার গানের গলা ছিল ভাল। কাকা ভাল কীর্তন গাইতেন। আর এক কাকা সব বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তবে সিনেমায় গান গাওয়ার ব্যাপারে শোভনদেব একটু টেনশনেই আছেন। বললেন, ‘‘এখন গলার অবস্থা খুব খারাপ। এই অবস্থায় কতটা ভাল গাইব জানি না।’’ ব্যস্ততার জন্য রেওয়াজও খুব একটা হয় না। গানের কলি হাতে পেয়েছেন সবে। সুরটাও রেকর্ডিং করে দিয়েছেন পরিচালক। সে ভাবে এখনও মহড়া শুরু হয়নি। পরিচালক ঈপ্সিতা কিন্তু শোভনদেববাবুর গান নিয়ে খুবই আশাবাদী। তিনি বলেন, ‘‘ঘরোয়া আসরে আমরা ওঁর গান শুনেছি। যিনি ছোট থেকে গানের সঙ্গে যুক্ত তিনি ভাল গাইবেনই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন