West Bengal CEO Mobile Number

মুখ্য নির্বাচনী আধিকারিকের মোবাইল নম্বর সমাজমাধ্যমে ‘ফাঁস’ করা হচ্ছে! আইনি পদক্ষেপের পথে সিইও দফতর

রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটে মনোজকুমারের সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে। সেখানে দু’টি নম্বর রয়েছে। তবে দু’টিই ল্যান্ড লাইনের নম্বর। কোনও মোবাইল নম্বর ওয়েবসাইটে দেওয়া নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২০:২১
Share:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। —ফাইল চিত্র।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। এমনটাই অভিযোগ সিইও দফতরের। সিইও-র ওই মোবাইল নম্বরে সম্প্রতি বেশ কিছু ফোনকল এবং মেসেজ আসতে শুরু করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ করতে চলেছেন সিইও মনোজকুমার।

Advertisement

জানা যাচ্ছে, ফেসবুকের মাধ্যমে ওই মোবাইল নম্বর ছড়ানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে নজরে এসেছে সিইও দফতরের। সূত্রের খবর, কোন কোন ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে মোবাইল নম্বরটি ছড়ানো হচ্ছে, তা-ও নজরে এসেছে তাদের। সেগুলিকে চিহ্নিতও করা হয়েছে। সিইও দফতর সূত্রে খবর, মনোজকুমারের সঙ্গে যোগাযোগের যে নম্বরটি ছড়িয়ে পড়েছে সেটি দফতরের নম্বর নয়।

রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটেও মনোজকুমারের সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে। সেখানে দু’টি নম্বর রয়েছে। তবে দু’টিই ল্যান্ড লাইনের নম্বর। কোনও মোবাইল নম্বর ওয়েবসাইটে দেওয়া নেই। এ অবস্থায় সিইওর মোবাইল নম্বর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ ঘটনায় আইনি পদক্ষেপের পরিকল্পনা করছেন তিনি।

Advertisement

বস্তুত, রাজ্যে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। খসড়া তালিকা প্রকাশের পরে ভোটারদের নথিপত্র যাচাইয়ের পর্ব শুরু হয়েছে। শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে ভোটারদের। এই প্রক্রিয়া চলাকালীনই এ বার সমাজমাধ্যমে ‘ফাঁস’ হল সিইও মনোজকুমারের মোবাইল নম্বর। কেউ ইচ্ছাকৃত ভাবে এই মোবাইল নম্বর সমাজমাধ্যমে ছড়াচ্ছেন কি না, তা-ও ভাবাচ্ছে সিইও দফতরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement