mobile snatching

চলন্ত গাড়ি থামিয়ে চালককে মেরেধরে বন্দুক দেখিয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কড়েয়ার চার নম্বর সেতুর কাছে বীরেশ গুহ স্ট্রিটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০৪:০৭
Share:

চলন্ত গাড়ি থামিয়ে চালককে মেরেধরে বন্দুক দেখিয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কড়েয়ার চার নম্বর সেতুর কাছে বীরেশ গুহ স্ট্রিটে। পুলিশ জানায়, সুমন্ত মজুমদার নামে এক যুবক সল্টলেক থেকে গাড়ি চালিয়ে কড়েয়ায় ফিরছিলেন। অভিযোগ, বীরেশ গুহ স্ট্রিটে তাঁকে আটকায় মোটরবাইকে আরোহী তিন যুবক। তারা দরজা খুলে সুমন্তকে মারতে মারতে গাড়ির চাবি চায়। তিনি রাজি না-হওয়ায় এক দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে গা়ড়ির ড্যাশবোর্ডে রাখা সুমন্তের মোবাইলটি তুলে নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement