সারদার সেই টাকা পাচ্ছে মোহনবাগান

স্পনসর হিসেবে সারদা গোষ্ঠীর দেওয়া টাকা ফেরত পাচ্ছে মোহনবাগান। ইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করায় ৩২ লক্ষ টাকা আটকে গিয়েছিল ময়দানের এই বড় ক্লাবের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:০৭
Share:

স্পনসর হিসেবে সারদা গোষ্ঠীর দেওয়া টাকা ফেরত পাচ্ছে মোহনবাগান। ইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করায় ৩২ লক্ষ টাকা আটকে গিয়েছিল ময়দানের এই বড় ক্লাবের।

Advertisement

বৃহস্পতিবার ইডি-র অ্যাপিলেট ট্রাইব্যুনাল এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনালের অন্যতম সদস্য কৌশল শ্রীবাস্তব দিল্লিতে এ দিন তাঁর রায়ে বলেছেন, ‘‘মোহনবাগানের টাকা নেওয়ায় কোনও অনিয়ম ছিল না।’’

ক্লাবের কো-স্পনসর হিসাবে ২০১৪-য় মোহনবাগানকে ১ কোটি ৯৫ লাখ টাকা দিয়েছিল সারদা। ফুটবলারদের পেমেন্ট-সহ কিছু টাকা খরচের পর ব্যাঙ্কে যে ৩২ লক্ষ ১১ হাজার ৭৯৭ টাকা পড়েছিল, সারদা কেলেঙ্কারির তদন্তকারী সংস্থা ইডি অ্যাকাউন্ট সিল করায় তা আটকে যায়। উচ্ছ্বসিত মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বলেন, ‘‘আমরা যে কোনও অন্যায় করিনি, সেটা প্রমাণ হল। আমরা চাই— যারা অন্যায় করেনি, তারা আমাদের পথ ধরেই টাকা ফেরত পাক।’’

Advertisement

আরও পড়ুন: বাবুলের বিরুদ্ধে চার্জশিট পেশ

টাকা দেয় সারদা। পরে ক্লাবগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেয় ইডি।

প্রথমে ইডি-র আদালতে হেরে গেলেও পরে অ্যাপিলেট ট্রাইব্যুনালে যায় ক্লাবগুলি। এ দিন প্রথম রায়টি বেরোল মোহনবাগানের পক্ষে। ইস্টবেঙ্গলেরও ১ কোটি ৭৬ লাখ টাকা আটকে রয়েছে। মোহনবাগান টাকা ফেরত পাওয়ার পর তারাও এখন আশাবাদী। ছোট ক্লাবগুলির কর্তারাও আশার আলো দেখছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement