কলকাতায় পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে মালদহে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণির এক ছাত্রী। চলন্ত ট্রেনে ভোরবেলা তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সোমবার আপ গৌড় এক্সপ্রেসে ওই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে ট্রেনের মধ্যেই গণধোলাই দেয় সহযাত্রীরা। পরে তাঁকে তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে।
রেল পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি পুরাতন মালদহের মঙ্গলবাড়ির মির্জামোড়ে। তিনি বিদ্যুৎ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী। ওই কামরাতেই ছিলেন তিনি। অভিযোগ, ফরাক্কা পার হওয়ার পর এ দিন ভোর পাঁচটা নাগাদ ছাত্রীটির গায়ে হাত দেন তিনি। ছাত্রীটি চিৎকার করে উঠলে কামরার অন্য যাত্রীরা তাঁকে আটক করে গণধোলাই দেন। কামরার মধ্যে হইচই শুনে ছুটে যায় রেলের নিরাপত্তা রক্ষীরা। সকালে ট্রেনটি মালদহ টাউন স্টেশনে পৌঁছলে অভিযুক্তকে তুলে দেওয়া হয় জিআরপির হাতে। ছাত্রীর মার লিখিত অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তর দাবি, ‘‘আমি পরিকল্পিত ভাবে মেয়েটির গায়ে হাত দিইনি। আমাকে ফাঁসানো হয়েছে।’’ জিআরপি অবশ্য জানিয়েছে, প্রাথমিক তদন্তে শ্লীলতাহানি হয়েছে বলেই জানা গিয়েছে।