লগ্নি সংস্থা এমপিএসের আমানতকারীদের টাকা ফেরাতে গড়া কমিটিতে নোডাল অফিসার নিয়োগের কথা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। বুধবার সরকারের তরফে বিশেষ আদালতে জানানো হয়, বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের ওই কমিটিতে হায়ার জুডিশিয়াল সার্ভিসের প্রাক্তন অফিসার সুব্রত মিত্রকে নোডাল অফিসার করা হচ্ছে।