State news

বর্ষা চলে এল বঙ্গে, উত্তর-দক্ষিণে একই দিনে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দিন দু’য়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ১৬:৩১
Share:

ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বর্ষাভাগ্যের চাকা ঘুরিয়ে দিল নিম্নচাপ। ভ্যাপসা গরম কাটিয়ে সোমবার এ রাজ্যে ঢুকে গেল বর্ষা। উত্তর এবং দক্ষিণবঙ্গে একই দিনে।

Advertisement

গত কয়েক দিন ধরেই বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপ দানা বেঁধেছিল। তার টানেই বর্ষা এসে পৌঁছল এ রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দিন দুয়েক কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: পাহাড়ে রাজ্য সরকারি অফিসে মোর্চার আগুন, তবু হাজিরা ৯২%

Advertisement

এই নিম্নচাপই যে এ রাজ্যে বর্ষার দূত হয়ে দেখা দিতে পারে তা আগেই অনুমান করেছিলেন আবহবিদেরা। হঠাৎ কোনও পরিবর্তন না হলে শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপটি খুব তাড়াতাড়ি এ বঙ্গে বর্ষা নিয়ে আসতে পারে বলেও জানিয়েছিলেন আবহবিদেরা। কিন্তু তার মধ্যে আরব সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের ফলে সমস্ত জলীয় বাষ্প পশ্চিমে চলে যাচ্ছিল। তাতে বর্ষা না ঢোকার আশঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু শনিবার অন্ধ্র উপকূলে তৈরি হয় আরও একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের ফলে আরব সাগর থেকে জলীয় বাষ্প পূর্ব উপকূলে ঢুকতে শুরু করে। তার সঙ্গে দোসর বাধে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ওই নিম্নচাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement