Shakib Al Hasan

ডিগবাজি শাকিবের, অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার, বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই খেলে বিদায় জানাতে চান ক্রিকেটকে

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন শাকিব আল হাসান। জানালেন, দেশের মাটিতে তিন ফরম্যাটে খেলে বিদায় জানাতে চান ক্রিকেটকে। কেন এই সিদ্ধান্ত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:০৩
Share:

শাকিব আল হাসান। — ফাইল চিত্র।

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন শাকিব আল হাসান। জানালেন, তিনি কখনওই আনুষ্ঠানিক ভাবে অবসর নেননি। দেশের মাটিতে তিন ফরম্যাটে খেলে বিদায় জানাতে চান ক্রিকেটকে। গত বছর সেপ্টেম্বরে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তিনি।

Advertisement

প্রায় এক বছরের বেশি সময় জাতীয় দলের হয়ে খেলেননি শাকিব। তবে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলিতে খেলে চলেছেন। সম্প্রতি ‘বিয়ন্ড দ্য বিয়ার্ড’ পডকাস্টে হাজির হয়ে ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিকে সাক্ষাৎকারে বলেছেন, “বাংলাদেশে ফেরার ব্যাপারে আমি আশাবাদী। তাই জন্যই খেলে যাচ্ছি। আশা করছি একদিন সেটা হবে। তাই নিজেকে ফিট রাখার জন্য করছি, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য উপযুক্ত অবস্থায় থাকতে পারি।”

শাকিব আরও বলেন, “আমি আনুষ্ঠানিক ভাবে সব ফরম্যাট থেকে অবসর নিইনি। এই প্রথম বার এটা বললাম। আমার ইচ্ছা বাংলাদেশে ফিরে গিয়ে এক দিনের ক্রিকেট, টেস্ট এবং টি-টোয়েন্টির একটি করে পুরো সিরিজ় খেলা। তার পর এক বারে অবসর নিয়ে নেব। যে ভাবেই হোক না কেন, তিনটে ফরম্যাট খেলতে চাই।”

Advertisement

শাকিব জানালেন, তিনি নিজের কথার প্রতি দায়বদ্ধ থাকতে চান। পরে কথা পাল্টাতে চান না। বাংলাদেশের অলরাউন্ডারের কথায়, “কোনও ক্রিকেটার কোনও কথা বললে সেই কথা রাখার চেষ্টা করে। হঠাৎ করে তা বদলে যায় না। আমি ভাল খেলি বা খারাপ তাতে যায় আসে না। হয়তো পরে একটা সিরিজ়ে খারাপ খেললাম। সেটা করতে চাই না। দেশের সমর্থকদের সামনে ক্রিকেটকে বিদায় জানাতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement