একা অনুশীলনের সময় হার্দিকের নিজস্বী। ছবি: সমাজমাধ্যম।
টি-টোয়েন্টি সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিলেন হার্দিক পাণ্ড্য। রবিবার একাই অনুশীলন করলেন কটকের বরাবাটি স্টেডিয়ামে। নেটে ব্যাট করার সময় একের পর এক ছক্কা মারলেন তিনি। বুঝিয়ে দিলেন, চোট সারিয়ে ফিরে ছন্দেই রয়েছেন। সম্প্রতি বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলিতে দু’টি ম্যাচও খেলেছেন। একটি ম্যাচে অর্ধশতরান করেছেন।
রবিবার কটকে পৌঁছেছেন গৌতম গম্ভীর-সহ ভারতীয় দলের কয়েক জন সদস্য। বাকিদের আসার কথা সোমবার সকালে। হার্দিক অবশ্য শনিবার বিকেলেই পৌঁছে গিয়েছিলেন। রবিবার অনুশীলন করেন। ‘রেভস্পোর্টজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ম-আপেই বেশি সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। দৌড়নোর পাশাপাশি স্ট্রেচিংও করেন। সাপোর্ট স্টাফদের মধ্যে নুয়ান সেনাবীরত্নে এবং দয়ানন্দ গরানিকে দেখা যায় হার্দিককে সাহায্য করতে।
কয়েক জন নেট বোলারকে চেয়েছিলেন হার্দিক। পেসার এবং স্পিনার দুই-ই ছিলেন। বোলিংয়ের সময় এক বার ডান পায়ের পেশিতে সামান্য অস্বস্তি দেখা গেলেও ২০ মিনিটে পুরোদমে বল করেছে হার্দিক। এর পর ২০ মিনিট ম্যাসাজ করিয়ে ব্যাট করতে ঢোকেন। একের পর এক ছয় মারতে দেখা গিয়েছে তাঁকে। টি-টোয়েন্টি ম্যাচগুলিতে শিশিরের সম্ভাবনা রয়েছে। তাই স্পিনারদের প্রতি বেশি নির্দয় ছিলেন হার্দিক।
সোমবার দুপুরে অনুশীলন করবে ভারত। দক্ষিণ আফ্রিকা অনুশীলন করবে সন্ধ্যায়। প্রথম ম্যাচ মঙ্গলবার।