মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য ধৃত নরবু জি লামা। —নিজস্ব চিত্র।
দার্জিলিঙে হিংসা ছড়ানোর অভিযোগে জিটিএ-র প্রাক্তন সদস্য তথা মোর্চার কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নরবু জি লামাকে গ্রেফতার করল সিআইডি। শুক্রবার রাতে ভক্তিনগর থানা কাছ থেকে নরবুকে গ্রেফতার করে সিআইডি-র একটি দল। ধৃত নরবু বিমল গুরুঙ্গের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।
সিআইডি জানিয়েছে, মন্ত্রীদের বৈঠকের সময়ে দার্জিলিঙের ভানু ভবনে হামলায় মূল অভিযুক্ত এই নরবু। এ ছাড়াও নরবুর বিরুদ্ধে অভিযোগ, হিংসা ছড়াতে কালিম্পং থেকে যুবকদের দার্জিলিং নিয়ে যেতেন তিনি। এমনকী হিংসা ছড়ানোয় অভিযুক্তদের পুলিশের হাত থেকে রক্ষা করতে নরবু তাঁর হেরিটেজ বাংলোয় আশ্রয়ও দিতেন। বহু দিন থেকেই নরবুর খোঁজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গোর্খাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্যেও