SIR

শুক্রবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে কত এনুমারেশন ফর্ম বিলি করলেন বিএলও-রা? জানাল কমিশন

মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন বিএলও-রা। রাজ্য জুড়ে ৮০ হাজারের বেশি বিএলওকে এসআইআর-এর কাজে নিয়োগ করেছে কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২৩:১১
Share:

এনুমারেশন ফর্ম বিলির তথ্য দিল নির্বাচন কমিশন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। মঙ্গলবার থেকে চলছে ফর্ম বিলির কাজ। শনিবার পর্যন্ত অর্থাৎ, পাঁচ দিনে রাজ্য জুড়ে বিএলও-রা কতগুলি ফর্ম বিলি করলেন তার হিসাব দিল নির্বাচন কমিশন। শনিবার রাত পর্যন্ত পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে চার কোটিরও বেশি!

Advertisement

রাজ্যে কতগুলি এনুমারেশন বিলি করা হচ্ছে, প্রতি দিনই তার একটা হিসাব দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। সেই হিসাব অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত এ রাজ্যে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে চার কোটি ১৭ লক্ষের বেশি। শুক্রবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা ছিল তিন কোটি চার লক্ষ। অর্থাৎ, শনিবার গোটা দিনে এক কোটি ১৩ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করেছেন বিএলও-রা।

মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন বিএলও-রা। রাজ্য জুড়ে ৮০ হাজারের বেশি বিএলও-কে এসআইআর-এর কাজে নিয়োগ করেছে কমিশন। তাঁরা বাড়ি বাড়ি ঘুরছেন, ফর্ম দিচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। কমিশন স্পষ্ট করে দিয়েছে, বিএলও-রা শুধু ফর্ম বিলি করবেন এবং পরে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন। তাঁদের কাছে কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই।

Advertisement

কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা করেছে কমিশন। শুক্রবার রাত থেকে সেই পরিষেবা চালু করা হয়েছে। অনলাইনে কারা ফর্ম পূরণ করতে পারবেন, কী ভাবে করবেন, তা-ও জানিয়ে দিয়েছে কমিশন।

কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁরা বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে (https://ceowestbengal.wb.gov.in/) মিলছে অনলাইন ফর্ম। শুধু তা-ই নয়, কমিশনের অ্যাপেও সেই সুবিধা রয়েছে। তবে যাঁরা অনলাইনে ফর্ম পূরণ করতে চান, তাঁদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাঁদের ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে। এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না-থাকলে অনলাইনে এসআইআরের ফর্ম পূরণ করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement