Tortured Purulia girl

পুরুলিয়ার নির্যাতিতা সেই শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার মা, অধরা সনাতন

শরীর থেকে সাতটি সূচ বের করা গেলেও বাঁচানো যায়নি পুরুলিয়ার সাড়ে তিন বছরের নির্যাতিতাকে। শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ শিশুটির মা মঙ্গলাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে কলকাতা থেকে পুরুলিয়ায় নিয়ে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ২২:৪৫
Share:

মঙ্গলা ও সনাতন গোস্বামী

পুরুলিয়ার নির্যাতিতা শিশুর মৃত্যুর ঘটনায় শনিবার গ্রেফতার করা হল তার মা মঙ্গলা গোস্বামীকে। এ দিন রাত পৌনে ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করে পুরুলিয়া মফস্সল থানার পুলিশ।

Advertisement

এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার করে শরীর থেকে সাতটি সূচ বের করা গেলেও বাঁচানো যায়নি পুরুলিয়ার সাড়ে তিন বছরের নির্যাতিতাকে। শুক্রবার খুব ভোরে এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। এর পর শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ শিশুটির মা মঙ্গলাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে কলকাতা থেকে পুরুলিয়ায় নিয়ে আসে। দীর্ঘ কয়েক ঘণ্টা টানা জেরার পর শিশুটির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলাকে গ্রেফতার করা হয়।

নদিয়াড়া গ্রামের ৬২ বছরের সনাতন গোস্বামীই তাঁর মেয়ের শরীরে সূচ ফুঁটিয়ে উপরে অত্যাচার করেছে বলে চাইল্ডলাইনের কর্মীদের কাছে মঙ্গলা অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সনাতন তাঁর মেয়েকে ধর্ষণ করেছে। মেরে তার দু’টি হাতও ভেঙে দিয়েছে। ঘটনার মূল অভিযুক্ত সনাতন এখনও পলাতক।

Advertisement

আরও পড়ুন: ‘আমারও বেঁচে থাকার কোনও মানে নেই’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement