সরকারি কর্মীদের মতো শিক্ষিকারাও সন্তানের জন্য ৭৩১ দিন ছুটি পাবেন বলে বুধবার বর্ধমানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১৮ বছর পর্যন্ত সন্তানদের বড় করতে শিক্ষিকাদেরও ৭৩১ দিন ছুটি দেওয়ার কথা ঘোষণা করলাম। আগে এই সুবিধা মহিলা সরকারি কর্মীদের দেওয়া হয়েছে।” রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় জানান, সরকারি স্কুল ছাড়া সরকার-পোষিত স্কুলেও মিলবে। চা বাগান, ইট ভাটার মতো জায়গাতেও এই সুবিধা চান তিনি।