মুকুল অনুগামীদের বৈঠক

মুকুল রায়ের অনুগামীদের এক বৈঠক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। রবিবার শহরের এক লজে বৈঠকটি হয়। ছিলেন মুকুল- অনুগামী বলে পরিচিত বেশ কয়েকজন তৃণমূল নেতা- কর্মী।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০১:১২
Share:

মুকুল রায়ের অনুগামীদের এক বৈঠক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। রবিবার শহরের এক লজে বৈঠকটি হয়। ছিলেন মুকুল- অনুগামী বলে পরিচিত বেশ কয়েকজন তৃণমূল নেতা- কর্মী। বৈঠকে সিদ্ধান্ত হয়, মুকুল রায় যদি বিকল্প কোনও সিদ্ধান্ত নেন, তাহলে তাঁরাও সেই সিদ্ধান্তের পাশে থাকবেন। বৈঠকের অন্যতম উদ্যোক্তা গড়বেতা- ৩ এর বহিস্কৃত তৃণমূল নেতা কবিরুল ইসলাম বলেন, “এটা অভ্যন্তরীন ব্যাপার। বৈঠকে একটা আলোচনা হয়েছে। আমরা মুকুল রায়ের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব।” কবিরুল এক সময় পঞ্চায়েত প্রধান ছিলেন। দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে বহিস্কার করে তৃণমূল। বৈঠকে কেশপুরের এক নেতা, মেদিনীপুর শহরের একাধিক নেতা, দাসপুরের এক নেতা ছিলেন বলেও এক সূত্রে খবর। যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন আবার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সঙ্গে যুক্ত। আচমকা কেন এই বৈঠক? বৈঠকে উপস্থিত থাকা এক তৃণমূল নেতা বলেন, “জেলায় জেলায় এমন বৈঠক শুরু হয়ে গিয়েছে! রাজ্য থেকে নির্দেশ ছিল বলেই বৈঠক হল! আমরা মেরুদণ্ড সোজা রেখে চলতে চাই। অন্যায় দেখলে প্রতিবাদ করবই।” বৈঠকের ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় অবশ্য বলেন, “এ ব্যাপারে কিছু জানি না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন