ফোনে আড়ি পাতা! মামলার পথে মুকুল

ফোনে আড়ি পাতার বিষয়টিকে চূড়ান্ত অগণতান্ত্রিক এবং ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলছেন মুকুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০২:৩০
Share:

মুকুল রায়।

ঘনিষ্ঠ মহলে কিছু দিন ধরেই বলছিলেন। বিজেপি-তে যোগ দিয়ে এ বার প্রকাশ্যেই মুকুল রায় অভিযোগ তুললেন, তাঁর চারটি ফোনের সব ক’টিতেই আড়ি পাতছে রাজ্য সরকার। এ ব্যাপারে তদন্তের আর্জি জানাতে আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই পর্বেও আমার ফোনে আড়ি পাতা হয়নি।

Advertisement

আরও পড়ুন: ধর্ষণ মামলায় আজ জেরার মুখে ঋতব্রত

এ রাজ্যের মন্ত্রীদের জিজ্ঞাসা করুন। তাঁরা প্রকাশ্যে না বললেও আড়ালে স্বীকার করবেন, তাঁদের সকলেরই ফোনে আড়ি পাতে সরকার।’’ ফোনে আড়ি পাতার বিষয়টিকে চূড়ান্ত অগণতান্ত্রিক এবং ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলছেন মুকুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement