মামলায় সাহায্য পেতে বিকাশের কাছে মুকুল

নিজের বাড়িতে দু’জনের আলোচনায় বিকাশবাবু আশ্বাস দিয়েছেন, প্রয়োজন হলে তিনি মুকুলবাবুর ঘনিষ্ঠদের ‘মিথ্যা মামলা’ থেকে রেহাইয়ে আইনি সহায়তা দেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০৬:২৬
Share:

দলীয় কর্মীদের ‘মিথ্যা মামলা’ থেকে মুক্তির পথ খুঁজতে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে পরামর্শ করলেন বিজেপি নেতা মুকুল রায়। নিজের বাড়িতে দু’জনের আলোচনায় বিকাশবাবু আশ্বাস দিয়েছেন, প্রয়োজন হলে তিনি মুকুলবাবুর ঘনিষ্ঠদের ‘মিথ্যা মামলা’ থেকে রেহাইয়ে আইনি সহায়তা দেবেন।

Advertisement

বস্তুত, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস— তিন দলেরই অভিযোগ, তৃণমূল সরকার পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের ‘মিথ্যা মামলা’য় ফাঁসাচ্ছে। মুকুলবাবুরও অভিযোগ, শুধুমাত্র তাঁর অনুগামী এবং বিজেপি কর্মী হওয়ার ‘অপরাধে’ হলদিয়ার আনিসুর রহমানকে ধর্ষণের ‘মিথ্যা’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জামিন ঠেকাতে একটির পর একটি মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে তাঁকে। পুরুলিয়ার শুভজিৎ মাহাতোকে গ্রেফতার করা হয়েছে মাদক-মামলায়। পোস্ত পাচার এবং চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা— এই দুই অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুবরাজপুরের মোতাহার হোসেনকে। তাঁকে ২০১৬ সালের একটি মামলাতেও জড়ানো হয়েছে, যদিও সেটির এফআইআর-এ তাঁর নাম ছিল না। মুকুলবাবু বলেন, ‘‘এই পরিস্থিতিতে আইনজ্ঞ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আমি পরামর্শ করেছি। যাতে অন্যায়ের মোকাবিলা করা যায়।’’ বিকাশবাবু বলেন, ‘‘আনিসুর এবং শুভজিতের মামলা আগে থেকেই আমার হাতে আছে। অন্য কারও বিষয়েও ওঁরা আমার কাছে আইনি সাহায্য চাইলে আমি নিশ্চয়ই তা করব।’’

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য মুকুল-বিকাশ বৈঠকের কথা জানতেন না। এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বিকাশবাবুর কাছে আইনি সাহাষ্য চাইতে দল হিসাবে বিজেপি যায়নি। যাবেও না। আমরা দলের আইনজীবীদের উপরেই ভরসা রাখছি। তবে দলের কোনও নেতা ব্যক্তিগত ভাবে বিকাশবাবুর কাছে আইনি সাহায্য চাইলে আপত্তির কিছু নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement