Mukul Roy

বিশ্ব বাংলা লোগো নিয়ে মমতার তত্ত্বকে চ্যালেঞ্জ মুকুলের

মুকুলবাবুর বক্তব্য, ২০১৭-র ১০ নভেম্বরে বিশ্ব বাংলাকে ‘বন্দ্যোপাধ্যায়’-এর সম্পত্তি বলার তিন দিন পরেই ১৩ নভেম্বর অভিষেক সেই আবেদনপত্র প্রত্যাহার করলেন কেন? মাঝের এতগুলি বছরে সেই আবেদনপত্র কেন প্রত্যাহার করেননি অভিষেক?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ১৭:২০
Share:

মুকুল রায়।—ফাইল চিত্র।

বিশ্ব বাংলার নাম ও লোগো নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে চ্যালেঞ্জ জানালেন মুকুল রায়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর কথায় যথেষ্টই অসঙ্গতি রয়েছে। এ ব্যাপারে তদন্ত হওয়া দরকার।

Advertisement

বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশ্ব বাংলা লোগো আর নাম আমার তৈরি। ২০১৩ সালে এই লোগো তৈরি করি। রাজ্য সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবিকে কার্যত ‘মিথ্যা’ বলে বিজেপি নেতা মুকুল রায় প্রশ্ন তোলেন, ‘‘বিশ্ব বাংলা লোগো যদি মুখ্যমন্ত্রীর তৈরি হয়, তা হলে ২০১৩-র ২৬ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা লোগোর ট্রেডমার্কের জন্য আবেদন জানালেন কী ভাবে?’’

Advertisement

আরও পড়ুন: বিশ্ব বাংলা আমার সৃষ্টি, বললেন মমতা

মানহানি মামলায় সমন মুকুলকে

মুকুলবাবুর বক্তব্য, ২০১৭-র ১০ নভেম্বরে বিশ্ব বাংলাকে ‘বন্দ্যোপাধ্যায়’-এর সম্পত্তি বলার তিন দিন পরেই ১৩ নভেম্বর অভিষেক সেই আবেদনপত্র প্রত্যাহার করলেন কেন? মাঝের এতগুলি বছরে সেই আবেদনপত্র কেন প্রত্যাহার করেননি অভিষেক? গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, চুক্তি করে ২০১৩ সালে সরকারকে এই লোগো দিয়েছেন তিনি। যদি তাই হয়, তা হলে সেই চুক্তিপত্র কোথায়? কার সঙ্গেই বা সেই চুক্তি হয়েছিল?

মুকুলের দাবি, এ ব্যাপারে তদন্ত হওয়া দরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement