Mursrhidabad Death Case

শমসেরগঞ্জে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন, বলছে পরিবার

স্থানীয় সূত্রে খবর, মৃতের বাড়ি শমসেরগঞ্জের মালঞ্চ এলাকা। পেশায় টোটোচালক অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যাতেও টোটো নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে। তবে রাত গড়িয়ে যাওয়ার পরেও তিনি বাড়ি ফেরেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৪:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

যুবকের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল মুর্শিদাবাদের শমসেরগঞ্জে। পেশায় টোটোচালক ওই ব্যক্তির দেহ মেলে ক্যানাল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয়েরা তাঁর দেহ দেখতে পেয়ে খবর দেন থানায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে খুন বলে মনে করা হলেও কে বা কারা এই মৃত্যুর নেপথ্যে রয়েছে, তার তদন্ত চলছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মৃতের বাড়ি শমসেরগঞ্জের মালঞ্চ এলাকা। পেশায় টোটোচালক অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যাতেও টোটো নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে। তবে রাত গড়িয়ে যাওয়ার পরেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের তরফে বার বার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।

কিন্তু ফোন বন্ধ ছিল বলে খবর। উদ্বেগের মধ্যে রাত কাটে পরিবারের। শুক্রবার ভোর হওয়ার সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হয়েছিল তাঁর। তার মধ্যে খবর আসে ফিডার ক্যানাল সংলগ্ন এলাকায় টোটোচালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবার এবং স্থানীয়দের দাবি, যুবককে অন্যত্র খুন করা হয়েছে। তার পর ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় ফেলে দেওয়া হয় তাঁর দেহ। কিন্তু কেন খুন? নেপথ্যে কে বা কারা, তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের স্বার্থে মৃতের পরিবার-পরিজন এবং বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement