ফেব্রুয়ারিতে সংস্কৃত গবেষণা কেন্দ্র নবদ্বীপে

উদ্বোধন করার জন্য আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা মতো দিনের দিকেই তাকিয়ে রয়েছেন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই ভবনের সামনের দিকের নকশাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ০৪:৪৪
Share:

উদ্বোধনের পথে নবদ্বীপের সংস্কৃত চর্চা কেন্দ্র। —নিজস্ব চিত্র।

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নবদ্বীপের সংস্কৃত চর্চা এবং গবেষণা কেন্দ্রের উদ্বোধন আগামী ফেব্রুয়ারি মাসে হবে। উদ্বোধন করার জন্য আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা মতো দিনের দিকেই তাকিয়ে রয়েছেন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই ভবনের সামনের দিকের নকশাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পলা বন্দ্যোপাধ্যায় সোমবার জানালেন, এই কেন্দ্রের ভবন তৈরির কাজ শেষ। ছ’তলা এই বাড়ির সামনের নকশা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ২৫ ফেব্রুয়ারি। তাই ২৫ ফেব্রুয়ারি এই কেন্দ্রের উদ্বোধনের পরিকল্পনা তাঁরা করছেন। তবে সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর কখন সময় দেবেন তার উপর। এখানে ভারততত্ত্ব এবং সংস্কৃতের গবেষণার কেন্দ্র থাকবে। থাকবে গ্রন্থাগারও। ভারতত্ত্ব এবং সংস্কৃতের গবেষকেরা এখানে থেকে গবেষণা করার সুযোগ পাবেন। উপাচার্য জানালেন, মুখ্যমন্ত্রী চাইছেন নবদ্বীপ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। তাই এই ভবনে নবদ্বীপের উপর একটি সংগ্রহশালা গড়ে তোলারও পরিকল্পনা তাঁদের রয়েছে।

প্রসঙ্গত, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নবদ্বীপ, মেদিনীপুর, কোচবিহার - রাজ্যের এই চারটি টোল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। নবদ্বীপে এই সংস্কৃত চর্চা এবং গবেষণা কেন্দ্রের উদ্বোধন হলে এই চার টোলেরও কাজকর্ম পরিচালনার দায়িত্বে থাকবে ওই কেন্দ্র। শুধু টোল হিসেবে নয় ধীরে ধীরে এই চারটি টোলকেই প্রাচ্য চর্চা কেন্দ্রে হিসেবে গড়ে তোলা হবে। নবদ্বীপের সংস্কৃত চর্চা এবং গবেষণা কেন্দ্রের গোটা কেন্দ্রটি পরিচালনার জন্য খুব দ্রুত একজন অধিকর্তা নিয়োগ করা হবে। উপাচার্য জানালেন, এটিই হবে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। তৃতীয় ক্যাম্পাস তৈরি হবে রাজারহাটে। যার জন্য রাজ্য সরকার জমি দিয়েছে ইতিমধ্যেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement