—নিজস্ব চিত্র।
খারাপ আবহাওয়ার কারণে নবান্ন অভিযান প্রতাহার করে নিল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, প্রশাসনের তরফে এই আন্দোনল প্রতিহত করার চেষ্টা করা হয়। তবে তা উপেক্ষা করেই তাঁরা আন্দোলন শুরু করেন, কিন্তু বাধ সাধে খারাপ আবহাওয়া। পরে পুলিশ প্রশাসনের অনুরোধ এবং আন্দোলনকারীদের সিদ্ধান্তে তাদের কর্মসূচি প্রতাহার করা হয়।
সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক আরও জানান, সোমবারের এই কর্মসূচি থেকে তাঁরা এই বার্তা দিতে পেরেছেন যে, শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে কারও অনুমতির প্রয়োজন হয় না। আজকের কর্মসূচি প্রতাহার করা হলেও ভবিষ্যতে এই আন্দোলন চলবে এবং পরবর্তীকালে আরও বৃহত্তর আকার ধারণ করবে। তবে তা শান্তিপূর্ণ হবে বলেও জানান তিনি।