ফের পুরস্কৃত নদিয়া

‘সবার শৌচগার’ প্রকল্পের জন্য ‘২০১৫ ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ জিতল নদিয়া। বুধবার রাতে নদিয়া জেলা প্রশাসনকে ই-মেলে এই খবর জানিয়েছেন ইউনাইটেড নেশন কতৃর্পক্ষ। নদিয়া জেলা প্রশাসন সূত্রে জানান হয়েছে, এশিয়া-প্যসিফিক জোনের মধ্যে সবার শৌচাগার প্রকল্পটি প্রথম স্থান অধিকার করেছে। জেলাশাসক পিবি সালিম বলেন, ‘‘জেলার মনুষের জন্যেই এই সাফল্য পেলাম। পুরস্কার জেলাবাসীকেই উৎসর্গ করলাম।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ০৩:১৫
Share:

‘সবার শৌচগার’ প্রকল্পের জন্য ‘২০১৫ ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ জিতল নদিয়া। বুধবার রাতে নদিয়া জেলা প্রশাসনকে ই-মেলে এই খবর জানিয়েছেন ইউনাইটেড নেশন কতৃর্পক্ষ। নদিয়া জেলা প্রশাসন সূত্রে জানান হয়েছে, এশিয়া-প্যসিফিক জোনের মধ্যে সবার শৌচাগার প্রকল্পটি প্রথম স্থান অধিকার করেছে। জেলাশাসক পিবি সালিম বলেন, ‘‘জেলার মনুষের জন্যেই এই সাফল্য পেলাম। পুরস্কার জেলাবাসীকেই উৎসর্গ করলাম।’’এর আগে নদিয়া জেলাকে সবার শৌচাগার প্রকল্পের জন্য জাতীয় স্তরে পুরস্কৃত করা হয়েছে। ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে এসে নদিয়া জেলাকে উন্মুক্ত শৌচবিহীন জেলা হিসাবে ঘোষণা করেছেন। তারপরে ইউনাইটেড নেশনের এই পুরস্কার প্রাপ্তিতে খুশি জেলা প্রশাসন। গত বছরের নভেম্বরে সবার শৌচাগার প্রকল্পের জন্য ইউনাইটেড নেশনের কাছে আবেদন করেছিল জেলা প্রশাসন। শেষ পর্যন্ত সাফল্য আসে। ২০১৩ সালের ২ অক্টোবর থেকে এই প্রকল্পের মাধ্যমে জেলায় শৌচগারবিহীন পরিবারগুলিকে শৌচাগার তৈরি করে দিতে শুরু করে জেলা প্রশাসন। ২০১৫ সালের ৩১ মার্চের মধ্যে ৩ লক্ষ ৫৫ হাজার ৬০৬টি শৌচাগার করে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement