Missing

বহরমপুরের হোম থেকে আচমকা নিখোঁজ ১১ জন আবাসিক, অভিযোগ দায়ের হল থানায়

স্থানীয় সূত্রে খবর, বহরমপুরে কাজী নজরুল ইসলাম হোমের ২৬ জন আবাসিক বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে পড়াশোনা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৭:১৬
Share:

নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার দুপুর থেকে খোঁজ মিলছিল না হোমের ১১ জন আবাসিকের। খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের হোম কর্তৃপক্ষের। দাবি, হোমের পাশের একটি স্কুল থেকে নিখোঁজ হয়েছেন আবাসিকরা। আবাসিকরা সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়া বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বহরমপুরে কাজী নজরুল ইসলাম হোমের ২৬ জন আবাসিক বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে পড়াশোনা করে। রোজকার মতো বৃহস্পতিবারও তারা স্কুলে যায়। বেলা ১২টা নাগাদ স্কুল কর্তৃপক্ষ দেখেন, আবাসিকদের ১১ জন আবাসিকের খোঁজ মিলছে না। পরে স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত হন, স্কুল থেকেই তারা পালিয়ে গিয়েছে। বিষয়টি হোম কর্তৃপক্ষকে জানানো হয়। এর পরেই হোম কর্তৃপক্ষ বহরমপুর থানায় নিখোঁজ ডায়রি করে।

কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মলয় বিশ্বাস বলেন, ‘‘অন্যান্য কাজে শিক্ষকরা ব্যস্ত থাকায় শিক্ষক সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল। সেই সুযোগে পাঁচিল টোপকে ১১ জন আবাসিক পালিয়ে গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement