Murshidabad

শুধু ডিম ভাজা, আলু সিদ্ধ, ভাত! খেতে বসে মাকে মোবাইল ছুড়ল ছেলে, পরে অনুতাপে আত্মহত্যা!

মৃতের নাম রানা বিশ্বাস। বয়স ১৭ বছর। মুর্শিদাবাদের নওদা থানার ঝাউবনা এলাকায় তাদের বাড়ি। প্রতিবেশীরা জানাচ্ছে, মা-ছেলের সংসার চলে টেনেটুনে। মা একটি ছোটখাটো কাজ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৪:২১
Share:

—প্রতীকী চিত্র।

পাতে মাছ নেই! শুধু আলু সিদ্ধ, ডিম সিদ্ধা আর ভাত? খেতে বসে রাগের চোটে হাতের মোবাইল ছুড়ে মেরেছিল মাকে। কিছু ক্ষণ পরে মনে হল কাজটা একেবারেই ঠিক হয়নি। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে অনুতপ্ত ১৭ বছরের তরুণ শেষ করে দেয় নিজেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম রানা বিশ্বাস। বয়স ১৭ বছর। মুর্শিদাবাদের নওদা থানার ঝাউবনা এলাকায় তাদের বাড়ি। প্রতিবেশীরা জানাচ্ছে, মা-ছেলের সংসার চলে টেনেটুনে। মা একটি ছোটখাটো কাজ করেন। মঙ্গলবার দুপুরে খাওয়া নিয়ে মা-ছেলের ঝগড়া হয়। তার পরেই এই কাণ্ড। এক প্রতিবেশীর কথায়, ‘‘দুপুরে খাওয়ার জন্য মাকে মাছ রান্না করতে বলেছিল ছেলেটি। কিন্তু খেতে বসে পাতে ডিম ভাজা আর আলু সেদ্ধ দেখে বেজায় চটে গিয়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ছেলেটি। মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডার সময় হাতে থাকা মোবাইল ফোনটি ছুড়ে মারে ছেলে। তাতে জখম হন মহিলা। চোখের তলায় কেটে গিয়ে রক্ত বার হতে থাকে।’’

পরিবার এবং প্রতিবেশীদের দাবি, মাকে আঘাত করে অনুতপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় ১৭ বছরের রানা। অনেক ক্ষণ ডাকাডাকির পরে দরজা খোলেনি। এর মধ্যে সমাজমাধ্যমে সে পোস্ট করে, ‘‘আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।’’ মঙ্গলবার বিকেলে ছেলেটির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। খবর পেয়ে রানাদের বাড়িতে যায় নওদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

মৃতের মা রমলা বিশ্বাস কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর কথায়, ‘‘অভাবের সংসার আমাদের। ছেলেকে দুপুরে মাছ রেঁধে দিতে পারিনি। আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে খেতে বলেছিলাম। রাতে মাছ রান্না করে দেব বলেছিলাম। কিন্তু তাতেই ছেলের মাথা গরম হয়ে গেল। আমাকে মেরেছিল ঠিক আছে, কিন্তু নিজে মরতে গেল কেন...’’ হাহাকার করে ওঠেন মহিলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement