Advertisement
Murshidabad

রক্ত নেই ব্লাড ব্যাঙ্কে, ৩ হাজার টাকা দিতেই আধ ঘণ্টায় চলে এল রক্ত!

স্থানীয় সূত্রে খবর, রক্তে হিমোগ্লবিনের মাত্রা কম থাকায় মঙ্গলবার রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় সুতি থানার অন্তর্গত ভিলিয়ান গ্রামের বাসিন্দা তানজিলা বিবিকে।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা

জঙ্গিপুর শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ২২:৫৯
Share:

রক্ত নেই সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে! কিন্তু ৩ হাজার টাকা খরচ করতেই আধ ঘণ্টার মধ্যে জোগাড় হয়ে গেল রক্ত। যাঁরা রক্ত নিয়ে এলেন, তাঁদের গ্রেফতারিতে রক্ত সরবরাহে দালাল চক্রের হদিস মিলল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। মঙ্গলবার গভীর রাতের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে খবর, রক্তে হিমোগ্লবিনের মাত্রা কম থাকায় মঙ্গলবার রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় সুতি থানার অন্তর্গত ভিলিয়ান গ্রামের বাসিন্দা তানজিলা বিবিকে। রক্তের প্রয়োজন পড়ায় হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করে পরিবার। পরিবারের অভিযোগ, সেখান থেকে তাদের জানানো হয়, ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই। সেই সময় ব্লাড ব্যাঙ্কের কাছে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি পরিবারের রোগীর আত্মীয়কে জানান, ৩ হাজার টাকা দিলে রক্ত পৌঁছে দেবেন তাঁরা। সেই মতো পরিবার ওই দুই ব্যক্তিকে ৩ হাজার টাকা দিয়েও দেন। রোগীর স্বামী তাজিমুল শেখ বলেন, ‘‘রাত ১২টার সময় ডাক্তার জানায়, ইমার্জেন্সি রক্ত দরকার। ব্লাড ব্যাঙ্কে গেলাম। বলল, রক্ত নেই। ওখানেই দুটো ছেলে দাঁড়িয়ে ছিল। ওরা বলল, আধ ঘন্টার মধ্যে রক্তের ব্যবস্থা হয়ে যাবে।’’

Advertisement

পরিবার জানিয়েছে, পরে ওই দুই ব্যক্তি রক্ত নিয়ে এলে তাঁদের আটকে রেখে রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হয়। দালাল চক্রের অভিযোগ ঘিরে উত্তেজনাও ছড়ায় হাসপাতাল চত্বরে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন, ‘‘কোথাও কোনও বেনিয়মের অভিযোগ থাকলে সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে।’’

পুলিশ সূত্রে খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে দালাল চক্রের বিষয়টি জানা গিয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে।’’

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement