উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম ৩০ জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৪:৩৩
Share:

কোতোয়ালি থানার ইটলের কাছে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। নিজস্ব চিত্র

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল যাত্রীবোঝাই বেসরকারি বাস। কোতোয়ালি থানার ইটলের কাছে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পরে ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে।

এই ঘটনায় রাত পর্যন্ত কেউ মারা যায়নি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে রানাঘাটগামী ওই বাসটি পথে যাত্রী তুলতে গিয়ে দেরি করে ফেলে। সেই কারণেই ৩৪ নন্বর জাতীয় সড়কে ওঠার পরে চালক বাসটি জোরে চালাতে থাকে। পথে ইটলের কাছে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু এলাকায় উল্টে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে যায় পুলিশ।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের বিছানায় শুয়ে এক আহত সুপ্রিয়া দাস বলেন, “কৃষ্ণনগরের পর থেকেই বাসটা খুব জোরে চলছিল। দু’একজন যাত্রী বারণও করেছিল। কিন্তু শোনেনি।” দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা সাধন মণ্ডল। তিনি বলেন, “বাসটা নিজের মতোই আসছিল। তবে একটু জোরে। হঠাৎ দেখি টাল খেয়ে রাস্তার উপরে উল্টে গেল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement