Murshidabad Incident

বহরমপুরে নিজের ফ্ল্যাটে ডেকে বন্ধুকে খুন! পলাতক অভিযুক্ত, তল্লাশি পুলিশের

মৃতের আত্মীয়দের দাবি, তাহেলের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তবে গলা থেকে মুখ কালো হয়েছিল। ঘনিষ্ঠ বন্ধু কেন এমন কীর্তি ঘটালেন, তা বুঝেই উঠতে পারছে না মৃতের পরিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৪:৩৩
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বন্ধুকে নিজের ফ্ল্যাটে ডেকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে! ঘটনায় শোরগোল পড়ল বহরমপুর শহরের গোরাবাজার এলাকায়। ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে বছর চব্বিশের এক যুবকের দেহ উদ্ধারের পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম তাহেল শেখ। মঙ্গলবার সন্ধ্যায় তাহেলকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান তাঁর বন্ধু মহম্মদ সুরজ শেখ ওরফে মৃণাল। তাহেল বাড়িতে জানান, রাতে ফিরবেন না। থাকবেন বন্ধুর বাড়িতেই। বুধবার সকালে ওই ফ্ল্যাটের মেঝেতে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের আত্মীয়দের দাবি, তাহেলের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তবে গলা থেকে মুখ কালো হয়েছিল। তাহেলের মা ময়না বিবি বলেন, ‘‘মৃণাল লালগোলার নলডহরি গ্রামের বাসিন্দা। বহরমপুরে দিনের পর দিন কাটালেও তার কাজকর্ম সম্পর্কে আমাদের ধারণা ছিল না। আমার ছেলের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল।’’ কিন্তু বন্ধুই এমন কীর্তি ঘটালেন কেন, তা বুঝেই উঠতে পারছে না মৃতের পরিবার।

Advertisement

মৃতের বাবা খুদু শেখের অভিযোগের ভিত্তিতে মৃণালের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। বহরমপুর থানার এক আধিকারিক জানান, অভিযুক্তের ফ্ল্যাট পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। কী ভাবে তাহেলের মৃত্যু হল, তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল জানান, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement