Arrest

ধর্ষণের চেষ্টার অভিযোগে নদিয়ায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী

নির্যাতিতা জানান, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তখনই চিৎকার করেন মহিলা। তাঁর চিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই অভিযুক্তকে ধরে ফেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ০১:১৫
Share:

—প্রতীকী চিত্র।

ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামী বিরুদ্ধে। এর জেরে উত্তপ্ত হয় নদিয়ার চাপড়া। অভিযোগ, অভিযুক্তকে আটকে রেখে মারধর করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে চাপড়া থানার পুলিশ। নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থিতিশীল অবস্থায় রয়েছেন অভিযুক্ত। এর পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাঁকে কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Advertisement

নির্যাতিতা জানান, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তখনই চিৎকার করেন মহিলা। তাঁর চিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই অভিযুক্তকে ধরে ফেলেন। এলাকায় আটকে রাখা হয়। খবর যায় পুলিশে।

অভিযুক্তের স্ত্রী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তারা অভিযোগকারী মহিলার বয়ান রেকর্ড করেছে। সূত্রের খবর, তদন্তে একাধিক ব্যক্তির সাক্ষ্য নথিভুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement