Road Accident

Road Accident: বাইকে চালিয়ে ফিরছিলেন বাড়ি, ঘাতক লরি নদিয়ায় প্রাণ কাড়ল পুলিশকর্মীর

অভিযোগ, পথে শিমুলিয়া এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশকর্মীর বাইকে ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ০০:১৭
Share:

সমীর পাল । নিজস্ব চিত্র।

ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার তাহের পুর থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীর পাল (৪৮)।

Advertisement

নদিয়ার রানাঘাট পুলিশ জেলার ডিআইবি দফতরের কর্মী ছিলেন সমীর। বৃহস্পতিবার রাতে ডিউটি শেষ করে বাইক চালিয়ে কৃষ্ণনগরের আবাসনে ফিরছিলেন তিনি। অভিযোগ, পথে শিমুলিয়া এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশকর্মীর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল তাহেরপুর থানার পুলিশ। ময়নাতদন্তের পর দেহ পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে জানানো হয়েছে পুলিশের তরফে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সে জেলার পুলিশকর্মীদের মধ্যে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন