West Bengal SIR Hearing

টোটোয় নয় দিনের মেয়ে নিয়ে শুনানিতে

বুধবার নিবিড় ভোটার তালিকা সংশোধনের শুনানির জন্য মৌয়ের ডাক পড়েছিল চাকদহ ব্লক অফিসে।

সৌমিত্র সিকদার

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১০:০৯
Share:

শুনানির জন্য সদ্যোজাত মেয়েকে নিয়ে হাজির মা। নিজস্ব চিত্র।

চাকদহ ব্লক অফিসের সামনে একটা টোটো গাড়িতে ৯ দিন বয়েসের নাতনি অনুপমাকে নিয়ে বসেছিলেন চাকদহ থানার চাপাতলার বাসিন্দা সীমা বিশ্বাস। খিদে পাওয়ার নাতনিকে একটা বোতলে দুধ খাওয়াচ্ছিলেন। মাঝে মাঝে রাস্তার দিকে তাকাচ্ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকদহ ব্লকের শিলিন্দা ২ গ্রাম পঞ্চায়েতের চাপাতলার বাড়ি সীমার। তাঁর মেয়ে মৌ বিশ্বাস নয় দিন আগে মেয়ে অনুপমার জন্ম দিয়েছেন।

বুধবার নিবিড় ভোটার তালিকা সংশোধনের শুনানির জন্য মৌয়ের ডাক পড়েছিল চাকদহ ব্লক অফিসে। এ দিন সকালে একটি টোটোতে মা এবং ছোট্ট মেয়েকে নিয়ে বাপেরবাড়ি থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে তাতলা ২ গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে চাকদহ ব্লক আসেন মৌ। ব্লক অফিসের সামনে মেয়েকে মায়ের কাছে রেখে অফিসের ভিতরে শুনানির জন্য যান মৌ।

সীমা বলেন, ‘‘অনুপমার বয়স নয় দিন। সিজার করে নাতনির জন্ম হয়েছে। মাত্র কয়েকদিনের বয়েসের নাতনিকে বাড়িতে রেখে কি করে আসি। তাই সঙ্গে নিয়ে এসেছি।’’ ভোটার তালিকায় বাবার নাম ভুল থাকায় শুনানির জন্য মৌকে ব্লক অফিসে ডাকা হয়েছিল। কিছু পরে শুনানি সেরে মৌ টোটোর কাছে ফেরেন। বলেন, ‘‘শুনানির জন্য ব্লক অফিসে ডাকা হয়েছিল বলে আসতে হয়েছে। এত ছোট মেয়েকে বাড়ি রেখে আসার উপায় ছিল না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন