প্রার্থী আবু হেনা, ঘোষণা অধীরের

এ দিন বহরমপুরে বিক্ষোভ সমাবেশ ও আইন অমান্য কর্মসূচি ছিল কংগ্রেসের। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন এআইসিসি পর্যবেক্ষক গৌরব গগৈ। তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় প্রিয়াঙ্কা গাঁধীকে প্রচারে আনা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০২:৫০
Share:

লোকসভা ভোটের এখনও ঘোষণা হয়নি। তার আগে সোমবার বহরমপুরের কংগ্রেসের সভা থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসাবে লালগোলার বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হেনার নাম ঘোষণা করা হয়েছে। এ দিন অধীর চৌধুরী বলেন, ‘‘আগামী লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আবু হেনার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করছি।’’

Advertisement

এ দিন বহরমপুরে বিক্ষোভ সমাবেশ ও আইন অমান্য কর্মসূচি ছিল কংগ্রেসের। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন এআইসিসি পর্যবেক্ষক গৌরব গগৈ। তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় প্রিয়াঙ্কা গাঁধীকে প্রচারে আনা হবে। তিনি বলেন, ‘‘এই জেলার তিনটি লোকসভা আসনেই কংগ্রেস প্রার্থীদের জয়ী করার দায়িত্ব আমি অধীর চৌধুরীকে দিয়ে গেলাম।’’ পাল্টা আধীর বলেন, ‘‘এটা নবাবের দেশে গৌরব গগৈর মতো মেহমানকে কথা দিচ্ছি, আমার চেষ্টার ত্রুটি হবে না।’’

এ দিন জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল কৃষি ঋণ মকুব-সহ আট দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন। আইন অমান্যের সময় কংগ্রেস কর্মীদের গ্রেফতারের সংখ্যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। চার হাজার কংগ্রেস কর্মীকে গ্রেফতারের কথা ঘোষণা করাহয় পুলিশের তরফে। সে কথা শুনে অধীর চৌধুরী কর্মীদের রাস্তার উপর বসে পড়ার নির্দেশ দেন। ‘পুলিশ তৃণমূলের কথায় কংগ্রেসের সমাবেশকে অপমান করেছে’ বলে অধীর জাতীয় সড়ক অবরোধেরও হুমকি দেন। শেষ পর্যন্ত অগণিত কংগ্রেস কর্মীকে গ্রেফতার ও মুক্তি দেওয়া হল বলে পুলিশ মাইকে ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়। এ দিন সভায় প্রদেশ কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রও বক্তব্য রাখেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন