পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রেজিনগরের হরিগঞ্জ এলাকায়। মৃতের নাম নিয়ামত শেখ (৬৫)। বাড়ি জয়নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে এক খড় বোঝাই ট্রাক্টরের উপর চেপে রেজিনগর থেকে হরিগঞ্জের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা মারলে তিনি পড়ে যান। লরিটি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ দিকে, খবর পেয়ে উত্তেজিত জনতা লরিটি ভাঙচুর করে। পুলিশ দেহটি উদ্ধার করেছে। ঘাতক লরিটিও আটক করা হয়েছে। তবে চালক পলাতক।