জামিন পেলেন শিলাদিত্য

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ০২:৪৪
Share:

শিলাদিত্য হালদার

তৃণমূল ছাত্রপরিষদ নেতা আসাদুল সেখ খুনের মামলায় প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার-সহ চারজনের জামিন মঞ্জুর করল আদালত। শুক্রবার অতিরিক্ত জেলা দায়রা বিচারক (ফার্স্ট ট্র্যাক আদালত) সৌগত চক্রবর্তী শর্তাধীন জামিন জামিন মঞ্জুর করেছেন চার জনের। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ছ’জন সাক্ষীকে সরকারি আইনজীবী বিরূপ ঘোষণা করায় আসামী পক্ষের আইনজীবীরা বিচারকের কাছে শুক্রবার অভিযুক্ত চার জনের জামিনের আবেদন করেন। অভিযুক্ত সন্তু সিংহ আগেই জামিন পেয়েছিলেন। বিচারক প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, বহরমপুর পুরসভার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলার হিরু হালদার, রতন হাজরা ও শ্যামল হাজরাকে দশ হাজার টাকার পৃথক দু’টি বন্ডে জামিনের নির্দেশ দিয়েছেন। তবে, আদালতের নির্দেশ মেনে, জামিনে মুক্তরা বহরমপুর থানা এলাকায় ঢুকতে পারবেন না। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে এক দিন বহরমপুর থানায় দেখা করতে হবে।

Advertisement

শিলাদিত্য বাদে বাকি তিন জন অন্য মামলায় জড়িত থাকায় এখনই তাঁরা মুক্তি পাচ্ছেন না বলে আইনজীবীরা জানিয়েছেন। জেলার মুখ্য সরকারি আইনজীবী দেবাশিস রায় কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘বিষয়টি শুনেছি, কিন্তু জামিনের কপি না দেখা পর্যন্ত কোন মন্তব্য করব না।’’ অভিযুক্ত পক্ষের আইনজীবী পীযূষ ঘোষের দাবি, মামলা যে সাজানো তা প্রমাণিত। প্রত্যক্ষদর্শী, অভিযোগকারিনী, মৃতের বোন-সহ ছ’জন সাক্ষী তাঁদের সাক্ষ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি। এ দিকে এই মামলার সরকারি আইনজীবী আরিফুজ্জামান জামিনের বিরোধীতা করে দাবি করে আদালতে জানান, অভিযুক্তরা বিচারবিভাগীয় হেফাজতে বন্দি, তাই তাদের জামিন পাওয়া উচিত নয়। তবে তাঁর যুক্তি ধোপে টেকেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন