Adhir Chowdhury

কান্দিতে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ অধীরের

অধীর বলেন, ‘‘দিল্লিতে ৫৫ জন বিক্ষোভ দেখানো কৃষকের মৃত্যু হয়ে গেলেও কেন্দ্র আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কান্দি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ২১:২৬
Share:

কান্দিতে অধীর। নিজস্ব চিত্র।

কেন্দ্রের কৃষি নীতির সমালোচনা করার পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে বাংলার কৃষকদের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দিতে কংগ্রেসের সমাবেশে তিনি একযোগে আক্রমণ শানান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার কান্দির পাখমাড়া ডোব থেকে মিছিল শুরু হয়ে তা শেষ হয় থানার মোড়ে। সেখানেই হয় জনসভা। অধীর সেখানে বলেন, ‘‘দিল্লিতে ৫৫ জন বিক্ষোভ দেখানো কৃষকের মৃত্যু হয়ে গেলেও কেন্দ্র আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে না।’’ অধীর আরও বলেন, ‘‘কৃষকেরা বলছেন আমাদের অধিকার কেড়ে নিও না। যে অধিকার ইন্দিরা গাঁধী দিয়ে গিয়েছিলেন, সেই অধিকার আমাদের থেকে কেড়ে নিও না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, আমি ভারতের কাউকে মানি না। আমি তোমাদের অধিকার কেড়ে নেব।’’

এক‌ই সঙ্গে রাজ্য সরকারের নিন্দা করে অধীরের অভিযোগ, পাশের রাজ্য ছত্তীসগঢ়ে ২,৫০০ টাকায় এক কুইন্টাল ধান ক্রয় করা হলেও এই রাজ্যে সহায়ক মূল্যে ধান কেনা হয় না। ১০ বছর পার হয়ে গেলেও রাজ্যে কোনও চাকরি নেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন