পানীয় জলের দাবিতে বিক্ষোভ

টানা পাঁচ দিন ধরে হাসপাতাল চত্বরে পানীয় জল না মেলার প্রতিবাদে বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার নওদার আমতলা গ্রামীণ হাসপাতালের সামনে নওদা ব্লক তৃণমূল নেতৃত্ব এই বিক্ষোভ দেখায়।

Advertisement
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৫
Share:

টানা পাঁচ দিন ধরে হাসপাতাল চত্বরে পানীয় জল না মেলার প্রতিবাদে বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার নওদার আমতলা গ্রামীণ হাসপাতালের সামনে নওদা ব্লক তৃণমূল নেতৃত্ব এই বিক্ষোভ দেখায়। দলের ব্লক সভাপতি জুলফিকার আলি ভুট্টের দাবি, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসনকে জানিয়েও ফল মেলেনি। তাই এই কর্মসূচী। রোগী ও তাঁদের বাড়ির লোকজনের জন্য দলের পক্ষ থেকেই জলের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। কেন এমন অবস্থা? নওদার বিডিও লিটন সাহা বলেন, ‘‘পাইপ লাইনে কিছু সমস্যার কারণে জল সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement