বিদ্যুতের তার কেটে বিক্ষোভ সাগরদিঘিতে

এমনিতেই বিদ্যুত্‌ বিভ্রাটে জেরবার সাগরদিঘি। তার উপর ‘প্রতিবাদ’ হিসেবে সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত বিদ্যুত্‌ সরবরাহ অচল করে দিলেন এলাকার বোরো চাষিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৫ ০১:৪১
Share:

এমনিতেই বিদ্যুত্‌ বিভ্রাটে জেরবার সাগরদিঘি। তার উপর ‘প্রতিবাদ’ হিসেবে সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত বিদ্যুত্‌ সরবরাহ অচল করে দিলেন এলাকার বোরো চাষিরা।

Advertisement

বোরো চাষের মরসুমে নলকূপ চালাতে ব্লকে আড়াই হাজারেরও বেশি স্থায়ী ও অস্থায়ী বিদ্যুত্‌ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুত্‌ দফতরের দাবি, ফলে বিদ্যুতে ঘাটতি দেখা দিচ্ছে। এর ‘প্রতিবাদে’ সোমবার সকাল থেকে গাঙ্গাড্ডা গ্রামের কাছে জমায়েত হন হাজার খানেক চাষি। তাঁরা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার কেটে দেন। ফলে বিদ্যুত্‌ সরবরাহ বন্ধ হয়ে যায় সাগরদিঘিতে। এলাকায় আসেন পুলিশ ও বিদ্যুত্‌ দফতরের কর্তারা। চাষিদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে তাঁরা ফিরে যান। রাতে ফের ঘটনাস্থলে এসে দফতরের কর্তারা সঙ্কট মেটানোর আশ্বাস দিলে চাষিরা বিক্ষোভ তুলে নেন। বোরো চাষি ইন্তেয়াজ কবির বলেন , ‘‘এই খরার মরশুমে জল না পেলে ধানের ব্যাপক ক্ষতি হবে। সেই আতঙ্কেই আমরা বিক্ষোভ দেখিয়েছি।” বিদ্যুত্‌ দফতরের বিভাগীয় বাস্তুকার বাণীব্রত রায় বলেন, ‘‘দিন সাতেকের মধ্যে সঙ্কট মিটে যাবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement