Shantipur Hospital

নাবালিকার বাবাকে দিয়ে হাসপাতালে বমি পরিষ্কার করানোর অভিযোগ উঠল নদিয়ায়! তদন্তে কর্তৃপক্ষ

শান্তিপুর হাসপাতালে পাঁচ বছরের মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন বাবা। অভিযোগ, সেই সময়ে হাসপাতালে বাবাকে দিয়ে মেয়ের বমি পরিষ্কার করানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৯
Share:

নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নাবালিকার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর অভিযোগ। ছবি: ভিডিয়ো থেকে।

সরকারি হাসপাতালে নাবালিকার চিকিৎসা করাতে গিয়ে ‘হেনস্থা’র শিকার রোগীর পরিবার! অভিযোগ, বাবাকে দিয়ে মেয়ের বমি পরিষ্কার করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। বুধবার বেশি রাতের দিকে ওই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগও জানিয়েছেন নাবালিকার বাবা। খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, বুধবার বেশি রাতের দিকে পাঁচ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে যান সমীর শীল। ডাক্তার দেখানোর সময়ে শান্তিপুর হাসপাতালের জরুরি বিভাগের সামনে অসুস্থতার কারণে বমি করে ফেলে নাবালিকা। দাবি করা হচ্ছে, সেই সময়ে কর্তব্যরত ছিলেন হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার। তিনিই ওই নাবালিকার বাবাকে বমি পরিষ্কার করতে এক প্রকার বাধ্য করেন বলে অভিযোগ।

ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আননন্দবাজার অনলাইন)। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে চিকিৎসকদের টেবিলের সামনে নিচু হয়ে মেঝে পরিষ্কার করেছেন নাবালিকার বাবা। টেবিলের ও পার থেকে চিকিৎসককে বলতে শোনা যাচ্ছে, “আপনি ট্রেনে বাসে যখন যান, তখন পরিষ্কার করেন না? আমরা কখনও করি না?” চিকিৎসককে ভিডিয়োয় বলতে শোনা যাচ্ছে, হাসপাতালে ওই সময়ে সাফাইকর্মী নেই। তাই নাবালিকার বাবাকেই সেটি পরিষ্কার করে দিতে বলা হচ্ছে।

Advertisement

ঘটনার কথা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েছে হাসপাতালের ব্যবস্থাপনা। নাবালিকার বাবার অভিযোগ, হাসপাতালে তিনি হেনস্থার শিকার হয়েছেন। তাঁর সম্মানেও আঘাত করা হয়েছে বলে দাবি সমীরের। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেন তিনি। এ বিষয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মণ বলেন, “যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তবে খুব নিন্দনীয়। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করব। যদি ঘটনার সত্যতা সামনে আসে, তা হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।”

যদিও অভিযুক্ত চিকিৎসক তন্ময়ের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। চিকিৎসক বলেন, “তিনি (অভিযোগকারী) নিজেই বমি সাফ করার আগ্রহ প্রকাশ করেন। আমি তাঁকে জোরপূর্বক কোনও ভাবেই সাফ করার কথা বলিনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement