পুড়িয়ে মারার অভিযোগ

এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রবিবার রাতে খড়গ্রামের কান্দুরি গ্রামের ঘটনা। মৃতের নাম সোনালি বিবি (৩৫)। ওই ঘটনার পর ওই মহিলার ভাই পিন্টু শেখ খড়গ্রাম থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০১:২৩
Share:

এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রবিবার রাতে খড়গ্রামের কান্দুরি গ্রামের ঘটনা। মৃতের নাম সোনালি বিবি (৩৫)। ওই ঘটনার পর ওই মহিলার ভাই পিন্টু শেখ খড়গ্রাম থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বছর সতেরো আগে সোনালি বিবির সঙ্গে ওই গ্রামের বাসিন্দা মকরেবল আলমের সঙ্গে বিয়ে হয়। তাদের পাঁচটি ছেলেমেয়ে রয়েছে। সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত। এ দিন রাতে অশান্তি চরমে ওঠে। তারপর ওই মহিলার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। মৃতার মা ফিরোজা বিবি বলেন, “পরিকল্পিত ভাবে ওরা মেয়েকে আগুন দিয়ে খুন করেছে।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটি কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement