—প্রতীকী চিত্র।
মুর্শিদাবাদের এক ফেরিওয়ালাকে মারধর, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে জোর করার অভিযোগে এক জনকে ধরল হুগলির একটি থানার পুলিশ। হুগলি পুলিশের (গ্রামীণ) ডিএসপি (সদর) অগ্নীশ্বর চৌধুরী জানান, অভিযুক্তের বিরুদ্ধে মারধর, অশান্তি ছড়ানোর মতো একাধিক ধারায় মামলা হয়েছে। বৃহস্পতিবার কোর্টে ধৃতের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।
ওই ব্যক্তি জামাকাপড় ফেরি করেন। হুগলিতেই ভাড়া থাকেন। অভিযোগ, বুধবার তাঁর রাস্তা আটকে প্রথমে আধার কার্ড চাওয়া হয়। পরে, তাঁকে মারধর এবং ‘জয় শ্রীরাম’ বলার জন্য জবরদস্তি করা হয়। প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে লোকজনকে ঘটনার কথা জানান তিনি। অভিযুক্তকে ধরার দাবিতে সেখানে অবরোধ করেন এলাকাবাসী। থানায় অভিযোগও হয়। ওই ফেরিওয়ালা বলেন, “প্রশাসন দ্রুত পদক্ষেপ করেছে। ধন্যবাদ জানাই।”
ধৃত যুবক পেশায় মাছ বিক্রেতা। তার মামা বলেন, “বিশ্বকর্মা পুজো উপলক্ষে ভাগ্নে একটু নেশাগ্রস্ত ছিল। আমরা কোনও রাজনৈতিক দল করি না।” সংশ্লিষ্ট এলাকার তৃণমূল বিধায়ক বলেন, “এই এলাকা শান্তিপ্রিয়। আগে এমন ঘটনা ঘটেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”
সম্প্রতি মুর্শিদাবাদের একাধিক ফেরিওয়ালাকে হেনস্থার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরে। তাতেও ধরা পড়ে এক জন। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিতকুমার সাউ বলেন, “কেউ ভুয়ো খবরে কান দেবেন না।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে