Winter at Murshidabad

শীতে কাঁপছে জেলা, দুর্ভোগ পশু-পাখিদেরও 

প্রাণী বিশেষজ্ঞদের দাবি, শীতকালে নানা অসুখে আক্রান্ত হচ্ছে প্রাণীকুল। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি সেখান থেকে নিউমোনিয়াতেও আক্রান্ত হচ্ছে সেগুলি।

Advertisement

মফিদুল ইসলাম

হরিহরপাড়া শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ০৯:১৪
Share:

শীতে কাঁপছে জেলা। ডোমকলে। ছবি: সাফিউল্লা ইসলাম।

শীত, কুয়াশার প্রভাব পড়ছে প্রাণী দেহে। জ্বর, সর্দিকাশি, নিউমোনিয়া, পেটের অসুখ সহ নানান অসুখে ভুগছেন বিভিন্ন বয়সের মানুষ। অনেকে ভাইরাস ঘটিত অসুখে আক্রান্ত হচ্ছেন। শীতে অসুস্থ হয়ে পড়ছে প্রাণীরাও। পথকুকুর, বেড়ালেরা কাবু, কাঁপছে অন্য পোষ্যরাও। শীতের হাত থেকে কিছুটা উষ্ণতা দিতে ছাগলের, গরুর মতো প্রাণীর শরীরে পোশাক জড়িয়ে দিচ্ছেন কেউ কেউ। তবে প্রাণী বিশেষজ্ঞদের দাবি, শীতকালে নানা অসুখে আক্রান্ত হচ্ছে প্রাণীকুল। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি সেখান থেকে নিউমোনিয়াতেও আক্রান্ত হচ্ছে সেগুলি। এমনকি শ্বাসকষ্ট জনিত সমস্যা,পেটের অসুখেও ভুগছে বহু প্রাণী।

Advertisement

সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী সম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অর্কপ্রভ শী বলেন, “ মানুষের মত প্রাণীরাও এই শীতে জ্বর, সর্দির মত ঠান্ডা লাগা অসুখে ভুগছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস ঘটিত অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়বে। ফলে প্রাণীপালকদের বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।”
প্রাণী সম্পদ বিভাগের বিশেষজ্ঞদের মতে শীতকালে সবুজ ঘাসের উৎপাদন কম হয়। ফলে প্রাণীদের দেহে ভিটামিন ও মিনারেলের অভাব হয়। যার ফলে প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাদের ভিটামিন ও মিনারেল খাওয়ানোর শলা প্রাণী বিশেষজ্ঞদের।

তাছাড়া শীতকালে শুষ্ক আবহাওয়ার ফলে লোমশ প্রাণীদের খুশি,চুল ঝরে পড়া, চামড়ার ক্ষত হওয়া সহ বিভিন্ন ধরনের চর্ম রোগ দেখা দিতে পারে বলে মত প্রাণী সম্পদ বিশেষজ্ঞদের। হরিহরপাড়া ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক সন্তু দত্ত বলেন, “প্রাণীদের অসুখে চিকিৎসা জরুরি। অনেক প্রাণীপালক প্রাণী হাসপাতালে তাদের পোষ্যদের নিয়ে আসেন। অন্যথায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণীরা মারা পর্যন্ত যেতে পারে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন