Murshidabad

ফের রক্তাক্ত পুলিশ! মাটি পাচার রুখতে গিয়ে জুটল হাঁসুয়ার কোপ, মুর্শিদাবাদে ধৃত ছয় হামলাকারী

বাঁকুড়ার পর এ বার মুর্শিদাবাদ। পাচারকারীদের হাঁসুয়ার কোপে রক্তাক্ত পুলিশ। বুধবার রাতে মাটি পাচার রুখতে মুর্শিদাবাদের রানিনগরে জখম হলেন দুই পুলিশকর্মী এবং দুই সিভিক ভলান্টিয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২০:১৯
Share:

—প্রতীকী চিত্র।

বাঁকুড়ার পর এ বার মুর্শিদাবাদ। পাচারকারীদের হাঁসুয়ার কোপে রক্তাক্ত পুলিশ। বুধবার রাতে মাটি পাচার রুখতে মুর্শিদাবাদের রানিনগরে জখম হলেন দুই পুলিশকর্মী এবং দুই সিভিক ভলান্টিয়ার। ভৈরব নদের পারে অবৈধ মাটি কাটা বন্ধ করতে গিয়েই হামলার মুখে পড়েন তাঁরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর মিলেছিল, ভৈরব নদের পার থেকে মাটি পাচার হচ্ছে। এর পর বুধবার রাতেই নদীপারে হানা দেয় পুলিশের দল। সেখানে মাটি কাটতে ব্যস্ত পাচারকারীদের থামানোর চেষ্টা করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, পাশের গ্রাম বহু মানুষ এসে হামলা চালান পুলিশকর্মীদের উপর। ছোড়া হয় ইটপাটকেল। তার মধ্যেই কয়েক জন হাঁসুয়া নিয়ে পুলিশের উপর হামলার চালান। উত্তেজনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। সেখান থেকে গ্রেফতার করা হয় ছ’জন হামলাকারীকে। জখম পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শরীরের একাধিক জায়গায় গভীর কাটা থাকায় সেলাই করতে হয়েছে তাদের। চিকিৎসকদের মতে, অবস্থা স্থিতিশীল।

গত মাসেও এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছিল রানিনগর থানার পুলিশ। সেখানেই আবার পুলিশের উপর আক্রমণ। জেলা পুলিশ সুপার বলেন, ‘‘মাটি পাচার রোধে কঠোর অভিযান চলবে। হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement