Ansarullah Bangla Team

চার এবিটি সদস্যকে আদালতে হাজিরের নির্দেশ

গত মাসে অসম পুলিশ এবিটি-র চার সদস্যকে গ্রেফতার করে। তার মধ্যে রয়েছে এ রাজ্যের দু’জন। যাদের নাম মিনারুল শেখ এবং আব্বাস আলি। ওই দু’জনকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ০৮:২৬
Share:

— প্রতীকী চিত্র।

অসম পুলিশের হাতে গ্রেফতার হওয়া জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-র চার সদস্যের বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করল বহরমপুর আদালত। আগামী ছয় ফেব্রুয়ারির মধ্যে ওই চার জনকে বহরমপুর আদালতে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য পুলিশের এসটিএফের তরফে ওই চার জনকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে আদালত ওই নির্দেশ দিয়েছে।

গত মাসে অসম পুলিশ এবিটি-র চার সদস্যকে গ্রেফতার করে। তার মধ্যে রয়েছে এ রাজ্যের দু’জন। যাদের নাম মিনারুল শেখ এবং আব্বাস আলি। ওই দু’জনকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় এবিটি-র অসম মডিউলের মাথা নুর ইসলাম মণ্ডল এবং শাব শেখ ওরফে শাদ রাডিকে। উল্লেখ্য, বাংলাদেশের বাসিন্দা শাবের এ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে। এছাড়া ভুয়ো নথি দিয়ে এ রাজ্য থেকে পাসপোর্ট বানিয়েছিল শাব রাডি। এসটিএফ জানিয়েছে, ওই চার জনকে তদন্তের স্বার্থে প্রয়োজন। জঙ্গি সংস্রব থাকায় শাব রাডির পিসতুতো ভাই সাজিবুল ইসলাম এবং তার সঙ্গী মুস্তাকিম মণ্ডলকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। ওই মামলাতেই চার জনকে অসম থেকে এ রাজ্যে নিয়ে আসতে চাইছেন তদন্তকারীরা। বর্তমানে ওই চার জন মিনারুল, আব্বাস, নুর ইসলাম এবং শাব শেখ ওরফে শাদ গুয়াহাটির জেলে বন্দি রয়েছে।

এসটিএফের এক তদন্তকারী জানান, নুর এবং শাবের নির্দেশে এ রাজ্যের বাসিন্দা জঙ্গিরা সংগঠনের জন্য অর্থ সংগ্রহের কাজ এবং সংগঠনকে ছড়িয়ে দেওয়ার কাজ করছিল। সেটি কত দূর বিস্তার হয়েছিল তা জানতেই ওই চার জনকে জেরা করা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন