Samsherganj Bike Accident

বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু বাইকচালকের

স্থানীয় বাসিন্দা মহম্মদ আমিনুল ইসলাম জানান, জনবহুল এলাকায় বেপরোয়া ভাবে ট্রাক্টর চলায় এই দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২২:০১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। সোমবার সকালে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল শমসেরগঞ্জের রতনপুরে। মৃত রাজকুমার সিংহ সুতি থানার জগতাই এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, রাজকুমার সিংহ নামে ওই ব্যক্তি বাইকে বাড়ি থেকে বেরিয়ে ধুলিয়ানে একটি বিড়ি কারখানায় কাজে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের।

Advertisement

স্থানীয় বাসিন্দা মহম্মদ আমিনুল ইসলাম জানান, জনবহুল এলাকায় বেপরোয়া ভাবে ট্রাক্টর চলায় এই দুর্ঘটনা। কী ভাবে জনবহুল এলাকায় বেপরোয়া ভাবে ট্রাক্টর চলছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ট্রাক্টরের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান স্থানীয়েরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement