Dilip Ghosh

এ বার বিজেপি-র লক্ষ্য পুরসভা ভোট, মুর্শিদাবাদ সফরে এসে জানিয়ে দিলেন দিলীপ

রাজ্যে এক দশকের তৃণমূল শাসনেও বর্ষায় জমা জল থেকে কলকাতা মানুষের দুর্ভোগ কমেনি বলে অভিযোগ দিলীপের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৬:৪৫
Share:

বহরমপুরে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ সফরে গিয়ে বর্ষায় কলকাতাবাসীর জল-যন্ত্রণা নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। শনিবার বহরমপুরে তাঁর অভিযোগ, রাজ্যে এক দশকের তৃণমূল শাসনেও জমা জল থেকে ভোগান্তির শেষ হয় না কলকাতা মানুষের। দ্রুত কলকাতায় জল জমার সমস্যা সমাধানের দাবিও জানান রাজ্য বিজেপি-র সভাপতি।

Advertisement

বহরমপুরে শনিবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘‘বিজেপি বাংলায় ভালো ফল করেছে। আমরা সরকারে যাওয়া জন্য লড়াই করেছিলাম, কিন্তু মুখ্য বিরোধী দল হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছি। এই সরকার স্বৈরাচারী। বাংলার অনেক মানুষ আমাদের উপর ভরসা করেছেন। আগামী দিনে সেই ভরসা পূরণের জন্য আমরা কাজ করব।’’

দিলীপ শনিবার বলেন, ‘‘বহু মানুষ আশা করেছিলেন আমরা ক্ষমতায় আসব। কিন্তু তা হয়নি। আমরা ভোটের ফল পর্যালোচনা করব। ৩ জন বিধায়কের দল থেকে বিজেপি আজ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’’ বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার ফল সম্পর্কে দিলীপ বলেন, ‘‘আমরা ২টি বিধানসভা জয়ী হয়েছি। কংগ্রেসের জায়গায় আমাদের গ্রহণ করেছে জেলার মানুষ।’’ তিনি জানান, রাজ্য বিজেপি-র পরবর্তী লক্ষ্য আগামী দিনে পুরসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিভিন্ন জেলা এঅবং কলকাতায় আরও ভাল ফল করা। দিলীপের অভিযোগ, ‘‘দেড় বছর ধরে পুরসভা নির্বাচন করা হচ্ছে না। পুরভোট না করে পিছনের দরজা দিয়ে লুঠতরাজ করছে তৃণমূল সরকার।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন