— প্রতীকী চিত্র।
আরও এক পরিযায়ী শ্রমিকের দেহ সৌদি আরব থেকে মুর্শিদাবাদে ফিরেছে। মৃতের নাম সামিরুল শেখ। তাঁর বয়স ২৪ বছর। এর আগে গত ১৪ অক্টোবর সৌদি থেকে বহরমপুর ব্লকের ডাবকাই গ্রামে ফেরে মোজাফফর হোসেনের দেহ।
শনিবার বহরমপুর ব্লকের হেকামপুরের বাড়িতে সামিরুলের দেহ আনা হল। গত ২১ অগস্ট তাঁর মৃত্যু হয়েছিল। তবে ছেলের দেহের সঙ্গে সৌদি থেকে ফিরতে পারেননি তাঁর বাবা হাসিবুল শেখ। তাঁকে সেখানে অন্য একটি ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। এখন তিনি জামিনে রয়েছেন। তবে তাঁকে জরিমানা দিয়ে তবেই দেশে ফিরতে হবে।
সূত্রের খবর, ক্রেন চাপা পড়ে সামিরুলের মৃত্যু হয়েছিল সৌদি আরবের জেড্ডায়। তাঁর দেহ বাড়ি আনার বিষয়ে সমস্যা হচ্ছিল। সৌদিতে ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয় পরিযায়ী শ্রমিক সংগঠনের তরফে। তার পরেই শনিবার সামিরুলের দেহ ফেরে বাড়িতে। পরিবারের তরফে জানানো হয়েছে, সৌদি যাওয়ার সময়ে মৃত সামিরুলের বয়স বাড়িয়ে দেখানো হয়েছিল। নকল আধার কার্ড করানো হয়। সেই তথ্য ধরা পড়ে যায়। তার জেরে কাজ পেতে সমস্যা হয় সামিরুলের। অনেক দিন কাজ ছিল না। তাঁর বাবা হাসিবুল ফাঁকা সময়ে (ওভার টাইমে) অন্য কাজ করতেন। পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে হাসিবুলকে। পরে তিনি জামিন পান। তবে তাঁর বাড়ি ফিরতে আরও দু’-তিন মাস হতে পারে।
পরিযায়ী শ্রমিক সংগঠনের সদস্য মতিউর রহমান জানান, সৌদিতে ভারতীয় হাইকমিশন এবং জেলা প্রশাসন, বিশেষ করে সদর মহকুমা শাসকের উদ্যোগে সৌদি আরবে দুর্ঘটনায় মৃতের দেহ ফেরানো হল। মৃত্যুর প্রায় দুমাস পর দেহ ফিরল দেশে।