bomb blast

হরিহরপাড়াতে বোমা বিস্ফোরণ, বিকট আওয়াজে আতঙ্ক

নসিপুরের মাঠপাড়া এলাকায় মইনুল শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৬:২৯
Share:

বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির একাংশ। নিজস্ব চিত্র।

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত নসিপুর মাঠপাড়া এলাকায় বোমা বিস্ফোরণ ঘটনা ঘটল সোমবার সকালে। বিস্ফোরণের বিকট আওয়াজে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তার একাংশ উড়ে গিয়েছে।

Advertisement

নসিপুরের মাঠপাড়া এলাকায় মইনুল শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এর জেরে বাড়ির একাংশ উড়ে যায়। বিকট আওয়াজ শুনে এলাকাবাসীরা ছুটে আসেন। খবর যায় হরিহরপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। যদিও বিস্ফোরণের পর থেকেই পলাতক মইনুল।

এলাকাবাসীরা বলেছেন, ‘‘সোমবার সকালে মইনুল শেখের বাড়িতে বিকট আওয়াজ শুনে ছুটে যায়। তখন দেখি বাড়ির চাল ও বেশ কিছু জিনিস উড়ে গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement